০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বাংলাদেশে টিকটকের জনপ্রিয় সব সামার ট্রেন্ড

-

টিকটকে গ্রীষ্মের এই সময়কে নিয়ে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররা তৈরি করছে ভিন্ন ধাঁচের সব নতুন ধরনের কনটেন্ট। গরমকালের জনপ্রিয় ফল আমের রেসিপি থেকে শুরু করে নিত্যনতুন ফ্যাশন টিপস পর্যন্ত উঠে এসেছে এসব কনটেন্টে। গ্রীষ্মকালে বাংলাদেশের প্রকৃতি ভরে ওঠে বিভিন্ন ধরনের মৌসুমি ফলে। অন্য দিকে, গরম আবহাওয়া এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় জীবনযাপনে চলে আসে বেশ কিছু পরিবর্তন। যে কারণে এই সময়ে হালফ্যাশন-রূপচর্চার মতো বিষয়গুলো নিয়ে অনেকে সচেতন হয়ে পড়ে। সামার ভাইবস, হোয়াট টু কুক, হোয়ার টু ইট, টিকটক ভøগ, ম্যাংগো সিজন এবং হোয়াট টু ওয়ারের মতো হ্যাশট্যাগগুলো টিকটক প্ল্যাটফর্মের ইউজারদের সময় অনুযায়ী ট্রেন্ডি বিষয়বস্তু তুলে ধরতে সাহায্য করছে। ভোজনরসিকরা তাদের কনটেন্ট বানাচ্ছেন ম্যাংগো সিজনের মতো হ্যাশট্যাগগুলো ব্যবহার করে। জনপ্রিয় ফুড ভøগার ফুডিশ দেখিয়েছে কাঁচা আমের ভর্তা এবং ফালুদা নিয়ে দারুণ সব রেসিপি। এছাড়া, গরমকালের জন্য যে রেস্তোরাঁগুলো বিশেষ মেনু তৈরি করে তাদেরও তুলে ধরেন এই কনটেন্ট ক্রিয়েটর। একইভাবে, ক্রিয়েটর দ্য মাহিম মেইকস গ্রীষ্মের পানীয় এবং ডেজার্টগুলো বানিয়ে দেখান তার ফলোয়ারদের কাছে। গরমের ঋতুতে ফ্যাশনেও দেখা যায় ভিন্নতা। যার জন্য হোয়াট টু ওয়ের হ্যাশট্যাগটির মাধ্যমে কনটেন্ট তৈরি হচ্ছে টিকটকে। গরমকালের উপযোগী ও মানানসই পোশাক উঠে এসেছে এই ভিডিওগুলোতে। যেমন প্রিমুর মতো ক্রিয়েটররা তাদের কনটেন্টে দেখিয়েছে ‘টেন ডেইজ অব সামার আউটফিটস’। এছাড়া, গ্রীষ্মের স্টাইল-মেকআপ এবং গরম আবহাওয়ায় শাড়ির ধরন উঠে এসেছে ক্রিয়েটর সাবোজি এবং প্রতিতির দেয়া টিপসগুলোতে। অন্যদিকে, ছেলেদের ফ্যাশন এবং তাদের জন্য এই সময়ের আরামদায়ক পোশাক নিয়ে কনটেন্ট বানিয়েছেন ক্রিয়েটর হামজা খান সায়ান। হোয়ার টু ইট হ্যাশট্যাগটির মাধ্যমে ইউজাররা খুঁজে পেতে পারে ঢাকায় খাবারের সেরা জায়গাগুলো। এছাড়া, ডিড ইউ সে ফুডের মতো ক্রিয়েটররা দিচ্ছে খাবারের বিভিন্ন রিকমেন্ডেশন। সেরা সামার ড্রিঙ্ক, অথবা দারুণ সব ফ্রুুট সালাদ কোথায় পাওয়া যাবে তা বলে দিচ্ছে এমন ফুড কনটেন্ট ক্রিয়েটররা।
বাংলাদেশে গ্রীষ্মকালীন জীবনযাপনের দিকগুলো টিকটক প্ল্যাটফর্মে উঠে এসেছে খুব প্রাণবন্তভাবে। রান্নার রেসিপি থেকে শুরু করে মৌসুম ভেদে ফ্যাশন টিপস পর্যন্ত অনেক কনটেন্ট তৈরি হয়েছে নতুনত্বের সাথে। কনটেন্টগুলো একই সাথে যেমন সৃজনশীল তেমনি বিনোদনমূলক।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল